
ব্লীড সেট করা নিয়ে অনেকেরই অনেক সমস্যা দেখা যায়। অনেকে ব্লীড কি তাই জানেন না,আবার অনেকে ব্লীড সম্পর্কে জানলেও ভুলভাবে ব্লীড সেটাপ করেন। যার ফলে ফাইল রিজেক্ট হয় বারবার। তাতে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়। যারা ব্লীড সম্পর্কে কিছুই জানেন না এবং যারা ব্লীড সেটাপ সম্পর্কে ভাল ধারণা নেই তাদের উদ্যেশ্যেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আশা করি উপকারে আসবে।
সাধারণত প্রিন্ট টেম্প্লেট ডিজাইনের ক্ষেত্রে ব্লীড ব্যবহার করতে হয়।
ব্লীড হচ্ছে একটা বার্তি অংশ যা প্রিন্টের পর কেটে ফেলা হয় যা মূল ডিজাইনের
কোন ক্ষতি করে না। একটা প্রিন্টিং কম্পানির সাথে আলাপ করেছিলাম এ ব্যপারে।
তারা বলেছিলেন যে এক সাথে অনেক গুলো ডিজাইন একই পেইজে প্রিন্ট করা হয়। যদি
ব্লীড না দেয়া হয় তাহলে একটার সাথে আরেকটার দুরত্ব থাকে না। যার ফলে
প্রিন্টের পর তা কেটে আলাদা করতে গেলে মুল ডিজাইনেরই...